Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত উপজেলা। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার ২য় বৃহত্তম উপজেলা। দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথককৃত। সন্দ্বীপে প্রায় ৩৫০,০০০ জনসংখ্যা, পনেরোটি ওয়ার্ড, ৬২টি মহল্লা এবং ৩৪ টি গ্রাম রয়েছে। দ্বীপটি ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ৫-১৫ কিলোমিটার প্রশস্ত। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে, বন্দর নগরী চট্টগ্রামের নিকটে অবস্থিত। এর উত্তরে কোম্পানীগঞ্জ, দক্ষিণে বঙ্গোপসাগর, সীতাকুণ্ড ও মিরসরাই এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, পশ্চিমে নোয়াখালী সদর, হাতিয়া ও মেঘনা মোহনা রয়েছে। 

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি সন্দ্বীপ উপজেলা সংলগ্ন খাদ্য গুদাম রোর্ড থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে অবস্থিত। ২১শে মে ২০২৩খ্রিঃ হতে বিদেশগামীদের ৩ দিনের পিডিও ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে ৫ টি অকুপেশন চালু রয়েছে। সামনে আরো অকুপেশন চালু করার প্রস্তুতি চলছে।